সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে, রাতে পরপারে বিএনপি নেতা মোজাফফর

মোজাফফর হোসেন। দেশের জন্য করেছেন মুক্তিযুদ্ধ। দশকের পর দশক ছিলেন রাজনীতির সাথে। রংপুরের রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিলেন ‘স্বচ্ছ’ রাজনীতিক হিসাবে।

প্রবীণ এই রাজনীতিক আজ রোববার, ১ সেপ্টেম্বর বিকালে জীবনে শেষ বারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আর এর কয়েক ঘন্টা পরেই চলে গেলেন না ফেরার দেশে।

মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বিএনপির কেন্দ্রিয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বশেষ তিনি আজ দলটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

জানা গেছে, বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও বিএনপি নানা কর্মসূচির আয়োজন করে। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের এ আয়োজনে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মোজাফফর হোসেনও।

সেখানে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মোজাফফর হোসেন। কর্মসূচি শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে।

আর এর ঠিক আড়াই ঘন্টা পর, রাত নয়টার দিকে রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান প্রবীণ এ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

স্বচ্ছ রাজনীতির প্রতিচ্ছবি মোজাফফর রাজনীতি সম্পৃক্ততা নিয়েই চলে গেলেন না ফেরার দেশে।

এইচএ/রাতদিন