সুপার ওভারে হেরে গেল বাংলাদেশ

জেতার খুব কাছে গিয়েও আর পারলো না বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ তে সুপার ওভারে কপাল পুড়লো বাংলাদেশ ইমার্জিং নারী দলের।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৪৭ রান তোলে। প্রোটিয়া দলের অধিনায়ক নাদিনে ডি ক্লার্ক ৫৩ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া তাজমিন ব্রিটজ করেন ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার আর রিতু মনি।

১৪৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ।ওপেনার সানজিদা ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের একদম শেষপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান, হাতে ছিল ৭টি উইকেট।

শেষ ওভারে প্রথম তিন বলে মাত্র ২ রান তুলতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে অবশ্য জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন শায়লা শারমিন। শেষ দুই বলে ৩ রানের প্রয়োজন থাকলেও আসে মাত্র ২ রান।

৫৮ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকে দারুণ ব্যাটিং করা সানজিদা। আরেক ওপেনার মুরশিদা খাতুন করেন ২৬ রান।

ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে। বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তুলে ১০ রান। রিতু মনির প্রথম তিন বলেই একটি ছক্কা আর দুটি চার মেরে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ক্লার্ক।

শান্ত/রাতদিন