সৈয়দপুরে মশক নিধন ও সচেতনতা বাড়াতে র‌্যালি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। র‌্যালিটি বেলা ১১ টায় সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বর থেকে বের হয়। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।

আজ শনিবার, ৩ আগষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্টে প্রোগ্রাম ও এসকেএস ফাউন্ডেশননের সহযোগিতায় র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ও  ব্র্যাকের কর্মকর্তাকর্মীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় ফগার দিয়ে দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এছাড়াও র‌্যালি থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টিতে স্লোগান ও লিফলেট বিতরণ করা হয়।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এনএইচ/ রাতদিন