না ধুয়ে নতুন পোশাক ব্যবহার, হতে পারে ক্যান্সার

ঈদ অথবা উৎসবে অনেকে পোশাক কিনে না ধুয়েই ব্যবহার করতে আরম্ভ করি। কিন্তু এতে আমাদের শরীরে নানা সমস্যাসহ ক্যান্সারও হতে পারে।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পোশাক না ধুয়ে পরলে ত্বকের অ্যালার্জি বা সংক্রমণ হতে পারে। তাছাড়া পোশাকের ধুলা থেকে হতে পারে শ্বাসকষ্ট। এমনকি না ধোয়া নতুন পোশাক হতে পারে ক্যান্সারের বাহক।

একটি পোশাক তৈরি হওয়া থেকে শুরু করে বিভিন্ন হাতের স্পর্শ লাগে ও নানা স্থানে রাখা হয়। পোশাকটি তৈরির ঠিক কতদিন পরে আপনার কাছে এলো এটা জানারও কিন্তু সুযোগ নেই।

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি নামকরা ফ্যাশন হাউসের আলাদা রং ও ব্র্যান্ডের ৩১ টি পোশাক নিয়ে পরীক্ষা করেন। ৩১ টি পোশাকের মধ্যে ২৯ টিতেই কুইনোলিন পাওয়া গেছে। কুইনোলিন এক প্রকার রাসায়নিক যৌগ। এই যৌগ থেকে মানব শরীরে ক্যানসার পর্যন্ত হতে পারে।

পোশাক যেহেতু ত্বকের সঙ্গে সরাসরি লেগে থাকে তাই সংক্রমনের সম্ভাবনা থাকে সবচেয়ে রেশী।

সচেতন হোন, কেনার পরে পোশাক প্রথমে ধুয়ে নিন। তারপর নিশ্চিন্ত ব্যবহার করুন।

এনএইচ/ রাতদিন