এন্ড্রু কিশোরের অবস্থার উন্নতি, ফের কেমো শুরু

ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অসুবিধার কারণে বিগত এক মাস কেমোথেরাপি বন্ধ ছিল। এখন শারীরিক সমস্যার কিছুটা উন্নতি হয়েছে।

শনিবার, ১৮ জানুয়ারি সকাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পুনরায় কেমোথেরাপি শুরু হয়েছে।

বিষয়টি জানিয়েছেন এন্ড্রু কিশোরের শিষ্য ও কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। তিনি জানান, এটি এন্ড্রু কিশোরের ১৮তম কেমোথেরাপি। এটি সফলভাবে শেষ হলে ক্রমান্বয়ে বাকি আরো ৬টি কেমো দেয়া হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ই সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে।