সৈয়দপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেমিনারের আয়োজন করে।

সোমবার, ২৫ জানুয়ারি উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল ও মৎস্য খামারী মো. সেলিম আজাদ প্রমূখ।

নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের সঞ্চালনায় সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল- রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী, ভোক্তা ও মৎস্য খামারি অংশ নেন।

জেএম/রাতদিন

মতামত দিন