সৈয়দপুরে মাদক কারবারির হামলায় আহত ৪ পুলিশ

নীলফামারীর সৈয়দপুরে এক ইয়াবা কারবারিকে ধরতে গিয়ে তার সহযোগী ও স্বজনদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ মে রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের দোলাপাড়ায় (মন্ডলপাড়া) এ ঘটনাটি ঘটে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, সৈয়দপুর থানার এএসআই মো. নুর আমিন (৩৫), কনস্টেবল মো. শওকত আলী (৪০), মো. আবু কালাম আজাদ (৩০) ও গণেশ রায় (৩৮)। এ সময় ওই এলাকার শমসের আলীর ছেলে চিহ্নিত ইয়াবা কারবারি হাসান আলী (৩৫) ও তার সহযোগী একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মিল্টন হোসেন ওরফে লিটনকে (২৫) আটক করে পুৃলিশ।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতেও এএসআই মো. নুর আমিনের নেতৃত্বে চার পুলিশ সদস্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় নিয়মিত পুলিশ টহলে বের হন। পুলিশের দলটি মন্ডলপাড়া পৌঁছলে পুলিশকে দেখে ইয়াবা কারাবরি মো. হাসান আলী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হলে তারাও পিছু নেয়। বেশ কিছু দূর ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে ৯৫৫ পিস ইয়ারা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়ারাসহ তাকে অটোরিকশায় তুলে থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়।

এ সময় হাসানের সহযোগী ও স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে পুলিশের সঙ্গে হামলাকারী ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে থানার উল্লিখিত চার পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে হাসান আলী ও তার সহযোগী মিল্টন হোসেন ওরফে লিটকে (২৫) আটক করে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় মাদক কারবারি হাসান আলী আহত হওয়ায় তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, আটক হাসান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। এছাড়াও সে ইজিবাইক চোর সিন্ডিকেট দলের হোতা। এর আগেও সে একাধিকবার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ে হাজতবাস করেছে।

এবি/রাতদিন