সৈয়দপুর পৌর নির্বাচন: ‘মক ভোট’ ১৪ জানুয়ারি

নির্বাচন আচরণবিধি মেনে চলাসহ ইভিএমে ভোটদান সম্পর্কে ধারণা দিতে নীলফামারীর সৈয়দপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ৭ জানুয়ারি সকালে স্থানীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো.নাসিম আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী রাফিকা আকতার জাহান, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম সিদ্দিক, ইসলামী আন্দোলনের হাফেজ মো. নুরুল হুদা, স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি এবং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।

মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান ও ওসি মো. আবুল হাসনাত খান।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামি ১৪ জানুয়ারি পৌর এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটের ধারণা দিতে মক ভোটিং (প্রতীকী ভোট) অনুষ্ঠিত হবে। ওইদিন সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত হয়ে মক ভোটে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।

এইচএ/রাতদিন

মতামত দিন