হজের সুযোগ পেল গাজাবাসী

অবশেষে বছর চারেক পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ হজে যাওয়ার সুযোগ পেলেন।

প্রথম দফায় আগামীকাল রোববার, ৩ মার্চ  প্রথম দফায় এক দল ফিলিস্তিনি ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছে।

সৌদি আরব এবছর ৮০০ ফিলিস্তিনিকে হজের অনুমতি দিয়েছে।

মিসরের রাফা সীমান্ত দিয়ে দলটি সেখানে যাবে বলে এক খবরে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি

এর আগে গত মাসে ফিলিস্তিনের ধর্মমন্ত্রী ইয়ুসুফ ইদেইস জানিয়েছিলেন, অবরুদ্ধ গাজাবাসী খুব শিগগীরই হজে যাবেন।

গত ১০ বছর ধরে ইসরাইল গাজা অবরোধ করে রেধেছে। অপরদিকে ইসরাইলের চাপে ২০১৪ সাল থেকে মিসরের রাফা সীমান্তও বন্ধ করে রাখা হয়। ফলে তখন থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় পড়ে গাজাবাসী।

এবি/রাতদিন