হাতীবান্ধায় একদিনেই ১৫৩ মামলা, জরিমানা ৩২ হাজার ৭শ’

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বাস্থ্যবিধি লংঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ১৫৩ টি মামলায় ৩২ হাজার ৭শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক।

মঙ্গলবার, ২৩ জুন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা, শহীদুল ইসলাম সোহাগ, শাম্মী কায়সার, টি.এম. রাহসিন কবির ও হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও অন্যান্য সরকারি নির্দেশনা অমান্য করায় ৬টি ভ্রাম্যমান আদালত ১৫৩ টি মামলায় ৩২ হাজার ৭শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

জেএম/রাতদিন