হাতীবান্ধায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ, গড্ডিমারীকে হারিয়ে চ্যাম্পিয়ন রমনিগঞ্জ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধায়। এতে গড্ডিমারীকে হারিয়ে রড়খাতার রমনিগঞ্জ চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার, ৭ নভেম্বর বিকেলে উপজেলার সানিয়াজান নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন হয় রমনীগঞ্জের দোয়ানি হালিম নৌকাবাইচ দল। রানার্স আপ গড্ডিমারীর বাইশপুকুর নৌকাবাইচ দল। চ্যাম্পিয়ন দলকে মটরসাইকেল ও রানারআপকে ফ্রীজ পুরস্কার দেওয়া হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ভাইস চেয়ারম্যান সফি কামাল টারজান, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ও বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল।

এ ছাড়াও ছিলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা:আতিয়ার রহমান, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আ:গফুর, প্রভাষক আব্দুর রাজ্জাক রন্জু ও সাইদুর রহমান।

পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেএম/রাতদিন