লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। টিম ইমার্জেন্সির সার্বিক সহযোগিতায় ২১ টি পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেলসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দেয়া হয়।
মঙ্গলবার, ১২ মে সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডে লকডাউনে থাকা ওই পরিবারের মাঝে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়।
এ সময় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও টিম ইমার্জেন্সির প্রধান সমন্বয়কারী ফাহিম শাহরিয়ার জিহান, টিম ইমার্জেন্সির সম্বনয়কারী বাপ্পি শোয়েব আহম্মেদ, বাঁধন পাটোয়ারীসহ উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ শুরু থেকেই অসহায় দু:স্থদের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা উপজেলা ছাত্রলীগ তার এই মহত কাজে সহযোগিতা করতে পেরে আনন্দিত।
এছাড়া লকডাউনে থাকা ওই সব পরিবারকে খাদ্য সামগ্রী প্রদানের এই কর্মসূচী অব্যহত থাকবে বলে জানান তারা।
জেএম/রাতদিন