হাতীবান্ধায় ইজিবাইককে ট্রাক্টরের ধাক্কা, ৫ শিশুসহ আহত ১২

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বোর্ডেরহাট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ১৩ জন ইজিবাইক আরোহী আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচ শিশু, নারী ও ইজিবাইক চালক রয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার, ১১ জুন দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়েছে।

আহত লোকজন ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জের চাপারহাট (সতীরপাড়) এলাকার সুমন্ত রায় ও তার পরিবারের লোকজন একটি ইজিবাইকে হাতীবান্ধা উপজেলার বোর্ডেরহাটে এক আত্নীয়র বাড়িতে যাচ্ছিলেন। বোর্ডেরহাট না পৌঁছতেই ইটভর্তি একটি ট্রাক্টর ইজিবাইকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ ইজিবাইকে থাকা সকলেই কমবেশি আহত হন। এদের মধ্যে চার শিশুসহ সাতজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের ভর্তি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : রাতদিন.নিউজ

আহতরা হলেন, সুমন্ত রায়, তার স্ত্রী সুমিত্রা রায়, ছেলে সুজন(১১), চিত্র(৮) ও বিপুল(৬), সুমন্তের ভাই নিরঞ্জন, রিনা(৩০), দিনেশ(৪০), সবিতা(৩৫), মৃনাল(১৪), অপুর্ব(৩), সুমন(৩০) এবং ইজিবাইক চালক দর্শন।

এবি/রাতদিন