হাতীবান্ধায় এবার মুরগী পেল লকডাউনে থাকা ২৭ পরিবার

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা আক্রান্ত একজন নারী রোগীসহ ওই এলাকার লকডাউনে থাকা ২১টি পরিবারের মাঝে মুরগী বিতরণ করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফার ব্যক্তিগত অর্থায়নে এসব মুরগী প্রদান করা হয়। অসহায় এসব পরিবারে সংকটকালীন আমিষের অভাব পুরনে এই উদ্যোগ বলে জানান তিনি।

সোমবার, ১১ মে দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডের লকডাউনে থাকা ওইসব বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে মুরগীগুলো দেন তিনি।

এর আগে ৯ মে তিনি ওই সব পরিবারকে চাউল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ বিষয়ে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিংগীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লকডাউনে থাকা ওইসব পরিবার কষ্টে দিনাতিপাত করছে। তাদের আমিষের অভাবের কথা কেউ ভাবে না।

সেই দিক থেকে আমি ব্যক্তিগত ভাবে তাদের মুরগী দেই। এছাড়া এর আগে কিছু খাদ্য সামগ্রীও দেই। এছাড়া আমি যতদিন বেচে থাকবো, এই পরিস্থিতি থেকে তারা কেটে ওঠা না অবধি তাদের পাশে থাকবো।

জেএম/রাতদিন