হাতীবান্ধায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, জ্বর নিয়ে ফিরেছিলেন ঢাকা থেকে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাবেদার হোসেন(৫৫) নামে ওই ব্যাক্তি অতি সম্প্রতি উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরেন।

বৃহস্পতিবার, ৪ জুন সকালে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। দুপুরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা নাঈম হাসান নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত সাবেদার উপজেলার দক্ষিন সির্ন্দুনা গ্রামের তফসির সরদারের পুত্র। পেশায় তিনি একজন ট্রাকচালক। কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন তিনি।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ জ্বর-সর্দি নিয়ে কয়েক দিনেআগে ঢাকা থেকে বাড়ি আসেন। বাড়িতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহন করছিলেন তিনি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম ওই বক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন মৃত্যু ও নমূণা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।