হাতীবান্ধায় গৃহবধুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা

লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মারধরে আহত ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নূর জাহান(২৮) নামের ওই গৃহবধু।

গতকাল রোববার, ১১ অক্টোর উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নূর জাহান ওই এলাকার ইজিবাইক চালক জাকির হোসেনের স্ত্রী। ওই গৃহবধুর শরীর আঘাতের চিহ্ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পৈত্রিক সম্পত্তি নিয়ে জাকির হোসেনের সাথে তার বাবা ও ছোট ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে রোববার রাতে।

নূর জাহান বেগম দাবি করেন, বাড়িতে স্বামী না থাকার সুযোগে ওই রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে টেনে বাইরে বের করেন তার শশুর আবুল কাশেম, শাশুড়ি জাবেদা বেগম, দেবর নাসির হোসেন ও তার স্ত্রী শেফালি বেগম। এরপর হাত-পা ও মুখ বেঁধে মারধরের পর বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে যায় পানিতে ডুবিয়ে হত্যার জন্য।

তিনি বলেন, ‘এসময় আমার মুখের বাঁধন খুলে গেলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়’।

তার স্বামী জাকির হোসেন বলেন, ‘আমি ইজিবাইক নিয়ে ভাড়ায় গিয়েছিলাম। পরে শুনতে পাই ঘটনা। আমি এর সঠিক বিচার চাই ‘।

তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নূরজাহানের দেবর নাসির হোসেনে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ’।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়টি নিয়ে।

এইচএ/রাতদিন