লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের উপর হামলা চালিয়ে রাশেদ নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাশেদ ও তার পরিবার মাদক কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার, ১১ মে সন্ধার দিকে উপজেলার মধ্য সিংগীমারী গ্রামের ‘এমপির বাগান’ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাতীবান্ধা থানার এএসআই আব্দুল মালেক ও কনস্টেবল আব্দুল খালেক আহত হয়েছেন। মাদক কারবারিকে ছিনতাইয়ের অভিযোগে ছকির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে মধ্য সিংগীমারী গ্রামের ছমসের আলী ছেলে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাশেদকে আটক করে। এ সময় দূর্বৃত্তরা পুলিশের উপর হামলা করে রাশেদকে ছিনিয়ে নেয়। আর এতে এএসআই আব্দুল মালেক ও কনস্টেবল আব্দুল খালেক আহত হয়। খবর পেয়ে ওই দুইজনকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
ওসি জানান, রাশেদের নামে থানায় মাদক মামলা রয়েছে। রাশেদের পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এবি/রাতদিন