হাতীবান্ধায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ক্ষুদ্ধ গ্রাহকরা। গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় মহাসড়কটির দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। শুক্রবার, ১৭ মে ইফতারের পর বড়খাতা ও ফকিরপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে স্থানীয়রা এ অবরোধ করে।

স্থানীয়রা জানান, গত ৫ দিন ধরে বড়খাতা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই। পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে বারবার কতৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে এসেছেন।

ছবি : রাতদিন.নিউজ

এদিকে ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোতাহার হোসেন। পরে তাঁর আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।

হাতীবান্ধা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র সূত্র জানায়, মূলত ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে বিদ্যুৎ বিভাগ পুনরায় সংযোগ স্থাপনে চেষ্টা চালাচ্ছে।

এবি/রাতদিন