লালমনিরহাটের হাতীবান্ধায় এক মুক্তিযোদ্ধার মেয়ে-জামাইকে মারধর করে বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধার মেয়ে জাহেদা বেগম ও জামাই দুলাল বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রোববার, ০৭ জুন জাহেদা বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছেন।
এর আগে শনিবার ০৬জুন উপজেলার কেতকীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আহত দুলাল ও তার ভাই জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ চলে আসছে। দ্বন্দের জেরে শনিবার ০৬ জুন জলিল ও তার পরিবাবের লোকজন মুক্তিযোদ্ধার মেয়ে ও জামাইয়ের বাড়ি ভাংচুরের পর তাদেরকে মারধর করে।
পরে স্থানীয়রা মুক্তিযোদ্ধার মেয়ে জাহেদা বেগম ও জামাই দুলালকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জাহেদা বেগম বলেন, আমাদের বাড়ি ভংচুর করে মারধর করা হয়েছে। শুধু তাই নয় আমার ঘরে থাকা টিনের ড্রাম থেকে এক লক্ষ টাকাও তারা নিয়ে গেছে। আমি থানায় অভিযোগ করেছি, এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত জলিল বলেন, আমরা কোন ভাংচুর ও মারধর করি নাই। তাই একটু ঝগড়া হয়েছে মাত্র।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জেএম/রাতদিন