‘হাতীবান্ধা-পাটগ্রামে বিদ্যুৎ সমস্যা সমাধানের পথে’

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন বলেছেন, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুতের যে সমস্যায় ভুগছেন অবশেষে তা সমাধানের পথে। এই আসনের মানুষকে আর অন্ধকারে থাকতে হবে না।

আজ রোববার, ২৬ জুলাই দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা রিভার ক্রসিং টাওয়ার নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

 প্রকৌশলী লুৎফর হায়দার চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন  নেসেকো লিমিটেড রংপুরের প্রধান প্রকৌশলী সাহাদৎ হোসেন সরকার, হাতীবান্ধা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, দেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম তালুকদার ও হাতীবান্ধা নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ।

এবি/রাতদিন