হারাগাছে বাঁশঝাড়ে মিনি ক্যাসিনো, আবারও ১১ জুয়াড়ি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলার একটি বাঁশঝাড়ের ভেতরে স্থাপিত মিনি ক্যাসিনো থেকে আরো ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখান থেকে জুয়ার সরমঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়েছে। এর আগেও এখান থেকে ১২ জুয়াড়িকে আটক করা হয়।

রোববার, ১ মার্চ রাতে ওই উপজেলার হারাগাছ থানার সাহেবগঞ্জ চিলমন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন, শ্রী শ্যামল চন্দ্র বর্মন, আব্দুন নূর, জাহেদুল ইসলাম, আজগার আলী, শ্রী লালু চন্দ্র দেবনাথ, মশিয়ার মিয়া, শ্রী মিন্টু চন্দ্র বর্মণ, লিমন লেবু, সুজন মিয়া, শ্রী ভোলা চন্দ্র বর্মন, জিয়াউল ইসলাম।

হারাগাছ থানার এএসআই মোস্তাফিজার রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মিনি ক্যাসিনো থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২০১৯ সালের অক্টোবরে ওই বাঁশঝাড় থেকে ১২ জুয়াড়িকে আটক করা হয়েছিল। এরপর জুয়াড়িরা সতর্ক হয়ে যায়। তবে কিছুদিন ধরে আবার তাদের আনাগোনা বেড়েছে বলে পুলিশের কাছে তথ্য ছিলো।

জুয়ার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন