লালমনিরহাটের পাটগ্রামে ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলায় প্রথমবারের মতো তিন দিনব্যাপি এই উৎসব আয়োজন করা হয়েছে।
বুধবার, ১১ মার্চ শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ১৩ মার্চ, শুক্রবার পর্যন্ত। প্রতিযোগিতা শুরু হবে প্রতিদিন সকাল দশটা থেকে।
পাটগ্রাম পাবলিক ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করবে।
গীদালের আখড়া, ধরলা সংগীত নিকেতন ও অম্পুরিয়া এই তিন সংগঠন যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করেছে।
পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মশিউর রহমান, পৌরসভা মেয়র শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ পুরষ্কার দেয়া হবে। এছাড়াও বিজয়ীরা বাংলাদেশ বেতার, রংপুরে গান গাওয়ার সুযোগ পাবে।
আয়োজকদের অন্যতম আলাউদ্দীন সুমন রাতদিননিউজকে জানান, উত্তরাঞ্চলের গৌরবময় ঐতিহ্যের প্রায় পুরোটা জুড়েই আছে ভাওয়াইয়া। প্রচার, পৃষ্টপোষকতা ও চর্চার অভাবে এটি আজ হারিয়ে যেতে বসেছে। হারাতে বসা এই ঐতিহ্যকে পুর্বরুপে ফিরিয়ে আনার প্রত্যাশা থেকেই এই আয়োজন।
তিনি আরও বলেন, এই পাটগ্রামের মাটিতেই শ্যামাপদ বর্মন, শমসের আলী প্রধান, সাহাজ রয়াতীর মতো কলোত্তীর্ন ভাওয়াইয়া স্রষ্টা-শিল্পীর জন্ম। তাই আমাদের প্রচেষ্টা এখানেই আবার জন্ম নিক এঁদের মতো যুগশ্রেষ্ট শিল্পী।
এই প্রতিযোগিতা থেকে উদ্বুদ্ধ হয়ে নতুন করে ভাওয়াইয়া শুরু হবে, চর্চার ক্ষেত্রটি আরও সম্প্রসারিত হবে- এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
জেএম/রাতদিন