এজলাসে বিচারকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বিচারক এজলাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  রোববার, ১৬ জুন সিএনএন এ খবর জানিয়েছে।

শুক্রবার, ১৪ জুন সকালে নিজ বেঞ্চে একটি মামলার কাজ শেষ করে এক আদালত কর্মকর্তার কাছে সহায়তা চেয়েছেন পুটনাম কাউন্টি কোর্টের বিচারক জেমস রিটস।

পুটনাম কাউন্টি নির্বাহী ম্যারিএলেন ওডেল বলেন, আমরা আরেকটি মামলার কার্যক্রম শুরু করতে যাচ্ছিলাম, তখন কোর্ট কর্মকর্তার কাছে সহায়তা চান রিটস।

কিন্তু তখনই মাটিতে পড়ে যান বিচারক রিটস। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

মৃত ঘোষণার আগে ৩০ থেকে ৪৫ মিনিট তার চিকিৎসা করা হয়েছে। কিন্তু ৫৭ বছর বয়সী এই বিচারকে আর বাঁচানো সম্ভব হয়নি।

২০০৭ সাল থেকে পুটনাম কাউন্টিতে বিচারক হিসেবে কাজ চালিয়ে আসছিলেন রিটস। এর আগে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।

মাদক আদালত কর্মসূচির জন্য রিটস খুব পরিচিত ছিলেন। ওই কর্মসূচিতে মাদকাসক্তরা চিকিৎসার সুবিধা পেতেন এবং কারাদণ্ড এড়িয়ে যেতে পারতেন।

এইচএ/রাতদিন