ঢুকছে পানি, কোঁদাল হাতে নামলেন লালমনিরহাটের এডিসি

আজ বৃহস্পতিবার, ১১ জুলাই সকাল থেকেই পানি বাড়তে থাকে তিস্তায়। নদী তীরবর্তি কিছু কিছু নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে।  এতে একদিকে আতংকিত হয়ে পড়েছেন ওইসব এলাকার মানুষ।

অন্যদিকে জেলা প্রশাসনও নড়েচড়ে বসেছে। জেলার বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ জনপ্রতিনিধিরা খোঁজখবর নিচ্ছেন।

এই অবস্থায় আজ দুপুরের পর থেকে লালমনিরহাটের হাতীবান্ধার নদীতীরবর্তি সিন্দুর্ণা ইউনিয়নের একটি রাস্তার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হতে থাকে। ওই ইউনিয়নের উত্তর ও দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তাটি রক্ষায় তখনো স্থানীয়দের কেউ এগিয়ে আসেননি। শুধু স্থানীয় এক যুবক ছাড়া।  

বিকেলের দিকে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে এ দৃশ্য দেখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। ‘দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনের এ দৃশ্য দেখা’ মানতে পারেননি তিনি।

তাই এক প্রকার ক্ষোভে রফিকুল ইসলাম নেমে পড়েন কোঁদাল হাতে। কাটতে শুরু করেন মাটি। এরপর গ্রামবাসীরাও আর বসে থাকতে পারেনি।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসীন্দা ও সিন্দুর্ণা ইউনিয়ন যুবলীগের সভাপতি সহিদুল ইসলাম সেলিম রাতদিননিউজকে বলেন, ‘বন্যার অবস্থা দেখতে স্যার এসেছিলেন। সেসময় লোকজন রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া পানির দিকে তাকিয়েছিলেন। এসময় তিনি নিজেই কোঁদাল হাতে মাটি কাটতে নেমে পড়েন।’

এইচএ/রাতদিন