ঈদের পর মাঠে ফিরছেন মাশরাফি

বাংলোদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আয়ারল্যান্ড সফর থেকেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। ইনজুরির কারণে শ্রীলংকা সফরে যাননি।মাঠের বাইরে আপাতত সময় কাটছে তার।

রোববার, ৪ আগষ্ট বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহার পরই মাঠে ফিরবেন তিনি।

দেবাশীষ আরও বলেন, ‘২১ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ মুহূর্তে কোনো ধরনের অনুশীলন করা তাঁর জন্য সম্পূর্ণ নিষেধ। কোনো ধরনের পুনর্বাসন কার্যক্রমেও অংশ নিতে পারবেন না। এমনকি ফিজিওথেরাপিও বন্ধ থাকবে এসময়।’

মাশরাফির বিশ্রাম চলাকালে নিয়মিত শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। দেবাশীষ চৌধুরীর বক্তব্য অনুযায়ী, এই মুহূর্তে মাশরাফি কোনো ধরনের ব্যথা অনুভব করছেন না।  তাই ঈদের পর তাঁর পুনর্বাসন কাজ শুরু করা হবে।

সে হিসেবে ঈদের পর মাঠে ফিরতে পারেন নড়াইল এক্সপ্রেস।

শান্ত/রাতদিন