ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। রিহানা নামের তিন বছর বয়সী ওই শিশুটি চিকিৎসাধীন ছিলো।
মঙ্গলবার, ৬ আগষ্ট ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুজ্জামান রিবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রিহানার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নাকাইহাট এলাকায়। তার বাবার নাম আশরাফুল আলম। ঢাকায় গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় শিশুটি। ঢাকার মাতুয়াইল শিশু হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাকে ঢাকা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।