অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য রংপুরে গ্রেফতার

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসময় অপহৃত আব্দুল্লা আল মামুন (২৫) কে উদ্ধার ও অপহরণ কজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।

শনিবার, ১০ আগস্ট রাত সোয়া ন’টায় এক সংবাদিক সন্মেলনে র‌্যাব-১৩ প্রধান রেজা আহামেদ ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাতে অপহরণকারী চক্রের সদস্য আনিস উদ্দিন (৪০) তার সহযোগী হুমায়ন কবীর বাবু (৩২), জনি (২৮), আজিজুল ইসলামসহ (৩০) সহ কয়েকজন মিলে লালমনিহাট জেলার মহেন্দ্র নগর বাজার থেকে আব্দুল্লা আল মামুন (২৫)কে অপহরণ করে। তার মুক্তির জন্য পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা দাবী করে।

সংবাদসম্মেলন। ছবি: রাতদিন.নিউজ

এমন এক অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা লালমনিহাট জেলার সদর উপজেলার মহেন্দ্র নগর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় অপহরণকারী চক্রের দল নেতা আনিছ উদ্দিন (৪০) ও তার সহযোগী হুমায়ন কবীর বাবু (৩২) কে ।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় দুটি মোটর সাইকেল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঈদে নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের দিনে রংপুর বিভাগের ঈদগাঁসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব সদস্যরা মোতায়ন থাকবে। পাশাপাশি সাদা পোষাকে নজরদারী করবে ব্যাব সদস্যরা।

জেএম/রাতদিন