‘স্টাইল’ করে চুল কাটলেই আটক করবে পুলিশ

স্টাইল করে চুল কাটলেই ছেলেদের আটক করা হবে। এ রকম নির্দেশ দিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার, ১০ নভেম্বর পুলিশ সুপার মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় মিজানুর রহমান বলেন, ‘চুলের কাট খারাপ দেখলেই সুনামগঞ্জের উঠতি বয়সী ছেলেদের আটক করা হবে। এরপর থানায় ডেকে আনা হবে অভিভাবকদের। দিতে হবে মুচলেকা। এরপরই মিলবে মুক্তি।’

এছাড়াও উঠতি বয়সী ছেলেদের মোটর বাইক চালানোর বিষয়ে তিনি বলেন, ‘শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। আপনার টাকা হলো, ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন তা ঠিক না।’

পুলিশ সুপার আরো বলেন, ‘কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। আমার একশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না। ফার্মেসি, বিপনীবিতান, মুদি দোকান খোলা থাকবে। কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী। কেবল সন্দেহভাজনদের চেক করা হবে।’

এনএইচ/রাতদিন