লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দক্ষ যুব ও যুব মহিলাদেরকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে দুই্ দিনব্যাপি কর্মসূচী আয়োজন করা হয়। এর মধ্যে প্রেস ব্রিফিং ও সেমিনারসহ অন্যান্য কর্মসূচী অন্তর্গত ছিলো।
সোমবার সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার ও মঙ্গলবার,২৮ জানুয়ারি প্রেস ব্রিফিং ও সেমিনার উপজেলা শহীদ আবজাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পৌর মেয়র মো. শমসের আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগের জেলা প্রশিক্ষক ও লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মকছেদুল আলম।
প্রেসব্রিফিং ও সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীগণ অংশ গ্রহণ করেন।
জেএম/রাতদিন