করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রংপুরের কাউনিয়ায় এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার, সকালে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ছিলেন।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সামসুজ্জামান জানান, ওই নারী কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। এরপর শুরু হয় গলাব্যথা এবং ডায়রিয়া। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারী মারা যান বলে দাবি করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম জানান, ওই নারীর সৎকার কাজে নিয়োজিত দুইজনসহ পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এবি/রাতদিন