হাতীবান্ধায় ২ হাজার ৪ শ’ পরিবারে এমপি মোতাহারের খাদ্য সহায়তা

লালমনিরহাটের হাতীবান্ধায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী দিয়েছেন মোতাহার হোসেন এমপি। করোনায় উপজেলার ১২ টি ইউনিয়নের কর্মহীন ২৪’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

মঙ্গলবার, ১২ মে উপজেলার ৬ ইউনিয়নে ১২শ’ পরিবারে খাদ্য সামগ্রী দেয়া হয়। এর আগে গত সোমবার (১১ মে) ১২শ পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়। সব মিলিয়ে দুইদিনে উপজেলার ২ হাজার ৪শ পরিবারের মাঝে এই খাবার সামগ্রী দেয়া হলো।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে এসব মানুষ দু-এক বেলা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। ওইসব অসহায় পরিবারের মাঝে লালমনিরহাট-১ আসনের এমপি খাবারের ব্যবস্থা করে দেন। এসব সামগ্রীর মধ্যে আট ধরনের নিত্য প্রয়োজনীয় উপকরণ ছিলো।

এ সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনা পরিস্থিতে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন মোতাহার হোসেন এমপি। তিনি নিজ তহবিল থেকে এসব ত্রান বিতরণ করছেন। আর তাই আমরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ করছি।

জেএম/রাতদিন