পাটগ্রামে কর্মহীন-অসহায়দের পাশে ‘আশা’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন, গরিব ও দুঃস্থ অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান আশা।

মঙ্গলবার, ১২ মে সকাল সাড়ে ১১ টায় পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে উপকারভোগীদের এসব খাদ্য সামগ্রী তুলে দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মশিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বেসরকারি প্রতিষ্ঠান আশা লালমনিরহাট জেলার পাটগ্রাম অঞ্চলের সিনিয়র আরএম মো. আমজাদ হোসেন, সিনিয়র বিএম মো. ফারুক হোসেন, বিএম মো. খলিলুর রহমান ও এবিএম মো. শরিফুল ইসলাম প্রমূখ।

খাদ্রসামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও লবণ ১ কেজি দেয়া হয়।

জেএম/রাতদিন