দেশে তৈরি করোনা ভ্যাকসিনের নাম ‘বঙ্গভ্যাক’ করার প্রস্তাব

বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। তাদের তৈরি করোনা ভ্যাকসিন প্রাণীদের ওপর প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছে। এরপর স্থান করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায়।

গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। তবে এর নাম ‘বঙ্গভ্যাক’  করার প্রস্তাব করা হয়েছে। আজ  মঙ্গলবার, ১ ডিসেম্বর স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান এ তথ্য জানান।

ইতো মধ্যে এই ভ্যাকসিন কেনার জন্য চুক্তি করেছে নেপাল। মায়ানমারসহ আরো কয়েকটি দেশ কেনার আগ্রহ দেখিয়েছে।

আরআই/রাতদিন