কালীগঞ্জের ২০ শিক্ষিত বেকার নারী পেল বেঁচে থাকার অবলম্বন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শিক্ষিত ও বেকার ২০ যুবা নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আত্ম কর্মসংস্থান মূলক প্রকল্পের আওতায় বেসিক প্রশিক্ষণ শেষে তাদেরকে এসব মেশিন সরবরাহ করা হয়।

আজ বুধবার, ০২ ডিসেম্বর দূপুরে চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স সেমিনার রুমে সেলাই মেশিন বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এলজিএসপি-৩ এর অর্থ সহায়তায় এসব সেলাই মেশিন সুবিধাভোগীদের প্রদান করা হয়। এর আগে তাদের প্রত্যেককে ৭ দিনের বেসিক প্রশিক্ষণ দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান।

এলজিএসপি নারী
অতিথিবৃন্দ। ছবি: রাতদিন

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ ও কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল আলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ইউপি সচিব,সদস্য,সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন