পণ্যের মোড়কে পাটের বদলে পলিথিনের তৈরি মোড়ক ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। লালমনিরহাটের পাটগ্রাম পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা।
আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারি সকাল থেকে দুপুর পযর্ন্ত স্থানীয় পৌর বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে পাটের তৈরি বস্তা ব্যবহার না করে পণ্য মোড়কজাতকরণ, বিক্রয় ও পরিবহনের অভিযোগে ‘পাটগ্রাম চাউল ঘরকে’ ২০ হাজার ও ‘ইনশাআল্লাহ অটোরাইসমিলকে’ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পাট কর্মকর্তা আব্দুস সাত্তার ও স্থানীয় উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবু হাসান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে’।
এইচএ/রাতদিন