লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
আজ রোববার, ২৯আগষ্ট ভোর সাড়ে চারটার দিকে ইউনিয়নের তেলিপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত একজনের নাম ইউনুস আলী (২৭)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বুলবুল হোসেনের ছেলে। অপরজনের নাম মো: সাগর (২৬)। তার বাড়ী নীলফামারীর জলঢাকায়।
পুলিশ জানিয়েছে, সীমান্তের ২শ’ গজ ভিতরে চ্যাংড়াবান্ধা এলাকায় ভারতীয় লোকজন ০২টি অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে বাংলাদেশর সীমান্তবর্তী লোকজনকে জানায়। পরবর্তীতে ওই দুজনের পরিচয় নিশ্চিত করা হয়।
জানা গেছে, বাংলাদেশী নাগরিক ইউনুস আলী ও সাগর ভারতে অবৈধ পথে ভারতে প্রবেশ করলে সেখানকার ১৪৮ বিএসএফ ব্যাটালিয়ান চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় ওই দুজন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার পর বুড়িমারী বিজিবি ক্যাম্প এর সদস্যরা বাংলাদেশের সীমানায় অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পযন্ত মরদেহ ভারতের ভূখণ্ডে রয়েছে। পতাকা বৈঠক বা লাশ হস্তান্তর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতবছর এই সীমান্তের বিভিন্ন জায়গায় বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী নিহত হন।