নীলফামারীর সৈয়দপুরে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব- ১৩ নীলফামারী সিপিসি- ২ ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার, ২৬ নভেম্বর রাতে সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া দমাপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হেরোইনসহ মো. ওয়াক্কাছকে (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আটক ওয়াক্কাছ ওই এলাকার মো. উকিলের ছেলে বলে জানা গেছে।
পরে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে মাদকসহ আটক ওয়াকাছকে (২৪) পুলিশে সোপর্দ করে র্যাব।
গ্রেপ্তার ওয়াক্কাছ র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স¦ীকার করেছে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেএম/রাতদিন