লালমনিরহাট আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় ইয়াকুব আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ইয়াকুবের বয়স ৯৮ বছর।
আজ সোমবার, ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াকুব আলী জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে পার্শ্ববর্তী ছেলের বাড়ি নাস্তা সেরে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন ওই ওয়ার্ডের ইউপি সেদস্যের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহটি পরিবারের সদস্যরা বাসায় নিয়ে গেছেন বলে জানান তিনি।
জেএম/রাতদিন