প্রধানমন্ত্রীর মেয়ের নামে ‘এনজিও খুলে প্রতারণা’ করছিলেন তারা

অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া এনজিও খুলে দরিদ্র মানুষের সাথে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, ২৩ মার্চ সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দুর্গম চর জিনজিরপাড়া থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন রংপুর নগরীর ধাপ এলাকার জিন্নাতুল করিম প্রধানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ ও পশ্চিম গুড়াতিপাড়ার ছপুয়ার রহমানের ছেলে ফরিদ আলী এবং ডিমলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি চৌধুরীপাড়ার আকবর হোসেন চৌধুরীর ছেলে আব্দুল খালেক চৌধুরী।

পুলিশ জানায়, ওই তিনজন মিলে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এনজিও খোলে। পরে চরাঞ্চলের দরিদ্র মানুষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন অনুদান প্রদানের কথা বলে ৩০০ টাকা করে ভর্তি ফি সংগ্রহ শুরু করে। পরে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় ডিমলা থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করেছেন।

ওসি মফিজ উদ্দিন শেখ জানান, আটককৃতরা ভুয়া এনজিও খুলে এলাকায় প্রতারণা করার জন্য এসেছিল। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এবি/রাতদিন