ইরাকের পূর্ব বাগদাদের একটি মার্কেটপ্লেসে আত্মঘাতি বোমা হামলায় ৮ জন নিহত ও বহু হতাহতের খবর পাওয়া গেছে। একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউজ এজেন্সি এএফপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার, ৯ মে সন্ধ্যায় ইফতারের সময় ইরাকের রাজধানীর সদর সিটির জামিলা মার্কেটে এই বোমা বিস্ফোরণ ঘটে ।
বাগদাদ অপারেশনস কমান্ড জানায়, বিস্ফোরণে মৃত্যু ও আহত হয়েছে, তবে এর সঠিক সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ।
হামলার অব্যবহিত পরে ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বলেছে, আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছে।
পূর্ববর্তী বছরগুলিতেও জঙ্গিরা রমজানের সময় রাতে ইরাকী রাজধানীর জনবহুল এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করেছিল।
গত বছর, আত্মঘাতী বোমা হামলায় পবিত্র এই মাসে বাগদাদে একটি পার্কে সাতজন নিহত হয়েছিল। ২০১৭ সালেও শহরের পশ্চিমে একই সন্ধ্যায় দুটি বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়।
এর আগে গত সপ্তাহে আইএস প্রধান আবু বকর আল বাগদাদি একটি ভিডিও বার্তায় তার অনুগামীদের আত্মঘাতী বোমা হামলা চালানোর জন্য জোরালো পরামর্শ দেন।
এই আক্রমনকে তারই জের হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।
আরআই/রাতদিন