লালমনিরহাটের পাটগ্রামে পৃথক ১০টি খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই খড়ের গাদাগুলো সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার, ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর ও কিসামত গ্রামে পৃথক ব্যক্তির ১০টি খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে কিসামত গ্রামের শাহিন মিয়া, আতানুর রহমান, আবু তালেব, আব্দুল মজিদ, স্বপন মিয়া, আব্দুল খালেক, দেলোয়ার হোসেন এবং আজিজপুর গ্রামের শাজাহান আলী, আবুল কালাম ও আব্দুল মালেক প্রধানের খড়ের গাদা পুড়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার দিবাগত রাতে খবর পেয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার দুটি ইউনিট রাত ৩টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গাদাগুলো সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। তবে কারো বসত বাড়িতে আগুন লাগেনি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
একইসাথে এতগুলো ব্যক্তির খড়ের গাদায় কেমন করে আগুন লাগল তা বলতে পারছেন না কেউই। পরিকল্পিতভাবে কেউ এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ এ আগুন লাগাতে পারে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, কারন অনুসন্ধানে তদন্ত চলছে।
জেএম/রাতদিন