বাংলাদেশীকে ধরতে এবার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান। ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে গত বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে।
খবরে বলা হয়, বিএসএফের একটি টহল দল দেখতে পায় বেশ কয়েকটি গরু নিয়ে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদল লোক। ফলে বিএসএফ তাদের থামতে নির্দেশ দেয়। তবে তা অমান্য করে বাংলাদেশের দিকে যাওয়া অব্যাহত রাখে।
এসময় বিএসএফ জওয়ান দেবাশিস রায় পাচারকারীদের ধরতে দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে তিনি তাদের ধরতে ঝাঁপ দেন পদ্মা নদীতে। তবে নদীর পাঁকে আটকে তিনি পানিতে তলিয়ে যান।
‘দায়িত্বপালন করতে গিয়ে তার এই ত্যাগ আমরা কোনোদিন ভুলব না’ বলে পরে এক বিবৃতিতে উল্লেখ করে বিএসএফ।
ওই অভিযানে ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এসময় জব্দ করা হয় ৭৪ টি গরু।
এমএইচ/রাতদিন