নভেল করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলম মৃত্যুবরণ করেছেন। শ্বাস-প্রশ্বাস সমস্যা হওয়ায় গত ১৭ জুলাই থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজ ২৭ জুলাই, সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার, ২৪ জুলাই রাত থেকে তাকে এই হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ইসরাফিল আলম।
তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি জানিয়েছিলেন, ‘বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন ইসরাফিল। তার প্রথম করোনা পজিটিভ আসে ৬ জুলাই। তখন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজধানীর স্কায়ার হাসপাতলে ভর্তি করা হয়।’
এরপর একটু ভালো হলে ঢাকার বাসায় চলে আসেন ইসরাফিল আলম। এরপর দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফল আসে ১৫ জুলাই। তখন তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
তবে পুনরায় শরীর খারাপ করলে এবং শ্বাস-প্রশ্বাস সমস্যা হওয়ায় গত ১৭ জুলাই আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
স্কয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই, শুক্রবার রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উনার শ্বাসকষ্ট হচ্ছে- ভেন্টিলেশনে রাখতে হবে। এরপর থেকেই তাকে ভেল্টিনেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সুলতানা পারভীন বিউটি।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যায়ও ভুগছিলেন ইসরাফিল আলম।