ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন বেশ কয়কজন। বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
আহতদের শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে বলে ভারতীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে।
পুলিশ বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, বৃহস্পতিবার পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সিআরপিএফ-এর কনভয়টি।
তবে গোরিপোরার কাছে কনভয়টি পৌঁছলে উল্টো দিক দিক থেকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিয়েন একটি গাড়ি কনভয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। ফলে বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় আধা সমারিক বাহিনীটিকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিও চালায় বলে দাবি করেছে পুলিশ।
সেটি আত্মঘাতী হামলাও হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ প্রধান দিলবাগ সিংহ।
জানা যাচ্ছে, শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে সব সময়ই কড়া নিরাপত্তায় ঢাকা থাকে। বিস্ফোরণের সময়ও রাস্তায় সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর টহল চলছিল।
তাদের নজর এড়িয়েই বিস্ফোরণ ঘটানো হয়। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
সিআরপিফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হচ্ছে দেশটির বৃহত্তম আধাসামরিক বাহিনী।