কুড়িগ্রামে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন, করোনামুক্ত পৃথিবীর প্রার্থণা

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। করোনা পরিস্থিতিতে শুধুমাত্র পুঁজা অর্চনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বজায় রাখা হয় সামাজিক দুরত্ব।

মঙ্গলবার, ১১ আগষ্ট দুপুরে জেলা শহরের রাধাগোবিন্দ মন্দির চত্ত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রেজাউল করিম।

বাবু দুলাল বোসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মেঘলা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপিত এসএম ছানালাল বকসী, জেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, অপর্না রায় প্রমুখ।

আলোচনা শেষে করোনা মুক্ত বিশ্ব কামনায় করা হয় বিশেষ প্রার্থণা।

জেএম/রাতদিন