গাইবান্ধায় হাতকড়া লাগানো অবস্থায় ১৮টি মামলার আসামি চিনু মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ছোড়ে।
পরে অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর আলম ও তাজনুর রহমান নামে তার দুই সহযোগীকে আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বুধবার, ৭ আগষ্ট রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে এই ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামি চিনু মিয়া (৩৭) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে।
ওসি জানান, আসামি চিনু জিনের বাদশা প্রতারক চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন আছে। আদালত তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
তিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চিনুকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গোবিন্দগঞ্জ থানায় নেয়ার সময় সহযোগীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে তাকে ছিনিয়ে নেয়।’
এনএইচ/রাতদিন