পঞ্চগড়ে গোসল করতে গিয়ে প্রাণ হারালো স্কুলছাত্রী

পঞ্চগড় সদর উপজেলার জগদল ডাঙ্গাপাড়া গ্রামে পানিতে  এক শিশুর মৃত্যু হয়েছে।  সুরভী আক্তার (১১) নামের ওই শিশু আবু সাঈদের মেয়ে। সে স্থানীয় খইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, শুক্রবার, ২৬ জুলাই দুপুরে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের বোরকা নদীতে গোসল করতে যায় সুরভী। এর এক পর্যায়ে গভীর পানিতে গেলে স্রোতের পাকে পড়ে তলিয়ে যায় সে।

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরভী মৃত ঘোষণা করেন।

এইচএ/রাতদিন