লালমনিরহাটের পাটগ্রামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
রবিবার, ৭মার্চ বিকেলে পাটগ্রাম মহিলা কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর প্রধান উপদেষ্টা ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মো.মাহমুদুল হাসান সোহাগের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে চলো কথা বলি’ এ শ্লোগান ছিলো এই প্রতিযোগিতার প্রধান উপজীব্য।
এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর প্রধান উপদেষ্টা ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মো.মাহমুদুল হাসান সোহাগ।
অন্যান্যের মধ্যে পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু , দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রধান, পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ, পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন, পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কিত জোটের সাধারণ সম্পাদক আরাফাত সুলতান কার্নিজ উপস্থিত ছিলেন।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ।
জেএম/রাতদিন