পাটগ্রামে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময়

লালমনিরহাটের পাটগ্রামে  মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা  কর্মসূচি এ  সভার আয়োজন করে।

মঙ্গলবার, ১৬ মার্চ দুপুরে উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন  ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা  কর্মসূচির কুড়িগ্রাম ও লালমনিরহাট  জেলা ব্যবস্থাপক (এইচ. আর.  এল. এস)  আক্কাজ আলী, বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল

অন্যান্যদের মধ্যে, পাটগ্রাম   ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা  কর্মসূচির কর্মকর্তা (এইচ. আর. এল. এস) মোকছেদ আলী, বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বাউরা দাখিল মাদ্রাসার সুপার কাজী এ কে এম ফজলুল হক, সাংবাদিক মামুন হোসেন সরকার , বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন , আনারুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় আইন সহায়তা প্রদান,  প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, পারিবারিক আইন ও বিরোধ, ন্যায্যতা ও জেন্ডার সমতা, সালিশযোগ্য ও সালিশ অযোগ্য অপরাধ, বাল্যবিবাহ প্রতিরোধ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, ধর্ষণ ও মানব পাচার সম্পর্কে আলোচনা করা হয়।

জেএম/রাতদিন

মতামত দিন