সুনামগঞ্জের তাহিরপুরে অজিত বর্মণ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার, ৯ আগষ্ট দিবাগত রাত ১টার দিকে বাড়ির পশ্চিম পাশের গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহটি দেখতে পায় পরিবারের লোকজন। পরে তা উদ্ধার করে পুলিশকে খবর দেয়া হয়।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অজিত বর্মণ ওই গ্রামের মিরবদনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজিত বর্মণ প্রস্রাবের কথা বলে ঘর থেকে বেরিয়ে বাড়ির পশ্চিম পাশের গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, অজিত বর্মণ আগে থেকেই মানসিক রোগী ছিল। গত দুই দিন আগে পরিবারের আলোচনার মাধ্যমে বিশ্বম্ভপুর উপজেলার বারকুড়ি গ্রামের মেয়ে সঞ্চিতা বর্মণের (১৯) সঙ্গে তার বিয়ে হয়। শুক্রবার তাদের বাসর রাত ছিল। কিন্তু রাতে ঘর থেকে বেরিয়ে অজিত বর্মণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে